আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 03/11/2021 : দুর্গাপূজার পর এবার কালীপুজোর মণ্ডপেও প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। আজ কলকাতা হাইকোর্ট এমনটাই নির্দেশ দিয়েছে।
আজ রাজ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সবুজ বাজি পোড়ানোর ছাড়পত্র দিলেও বিচারপতি রাজকুমার মান্থা নির্দেশ দিয়েছেন রাজ্যে অতিমারী আবহ চলতে থাকায় কালী পুজোর মন্ডপে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।
এর আগে দুর্গা পুজোতেও একই রকম ব্যাবস্থা গ্রহণ করা হয়েছিল। এমনকি কারোর করোনার দুটি ডোজ প্রতিষেধক নেওয়া থাকলেও কালী পুজোর মন্ডপে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় নি।
আর কিছুদিন পরেই রাজ্যে হতে চলেছে কার্তিক পূজো এবং জগদ্ধাত্রী পূজো। কালীপুজোর মত কার্তিক পূজো ও জগদ্ধাত্রী পুজোতেও কোনো দর্শনর্থীকে মন্ডপে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় নি। তাই পুজোর সময়েও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
Loading...