জলপাইগুড়ি শহরে হাতির হানা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জলপাইগুড়ি শহরে হাতির হানা

Share This

জলপাইগুড়ি শহরে হাতির হানা


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 15/11/2021 : ভোর রাতে জলপাইগুড়ি শহরে হাতির হানা। অনুমান বৈকন্ঠপুরের জঙ্গল ছেড়ে তিস্তার পার ধরে দুটি হাতি শহরে হানা দেয়। 

হাতি দুটি চলে আসে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অবস্থিত কোভিড হাসপাতালে। হাসপাতালের গেট দিয়ে হাসপাতালে ঢুকে পড়ে দুটি হাতি। কোভিড হাসপাতালের পিছনের পাচিল ভেঙ্গে করলা নদী পেরিয়ে  হাতি দুটি চলে আসে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে দিয়ে চলে আসে কবরস্থানের পেছনে। এদিন ভোরে রাজবাড়ীপাড়া বিএলআরও অফিসের লোহার গেট ও ভেঙ্গে ফেলে হাতি দুটি বলে খবর। 

জলপাইগুড়ি শহরে সম্ভবত এই প্রথম কোন হাতি ঢুকে পড়লো।  যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ি শহর জুড়ে। হাতি দেখতে ভিড় করছে প্রচুর উৎসাহী মানুষ।  

ইতিমধ্যে  ঘটনাস্থলে পৌঁছেছে জলপাইগুড়ি বনদপ্তরের কর্মী ও আধিকারিকেরা। এই মুহূর্তে হাতি দুটি জলপাইগুড়ি এ সি কলেজ বয়েস হোস্টেলের পেছনে থাকা করলা নদী সংলগ্ন এলাকার একটি ঝোপে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে বনদপ্তরের পদস্থ আধিকারিক ও এলিফ্যান্ট স্কোয়াড সহ বনকর্মীরা। হাতির এলাকা পরিদর্শনে ডিএফও মৃদুল কুমার পৌঁছেছেন এবিপিসি ময়দানের পিছনে। জলপাইগুড়ি ডিভিশনের রেঞ্জ অফিসার সুশান্ত রাহা জানান, তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাতি দুটোকে সুস্থ ভাবে জঙ্গলে ফেরানোর জন্য।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages