আজ খবর (বাংলা), কলকাতা ও মুম্বই, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র, 01/11/2021 : শেষ পর্যন্ত মুম্বই থেকে গ্রেপ্তার করা হল গড়িয়াহাটে জোড়া খুন কাণ্ডে সরাসরি জড়িত বলে অভিযুক্ত ভিকি ও তার শাগরেদ শুভঙ্করকে।
গত 30 তারিখেই মুম্বইয়ের লোয়ার প্যারেল অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে গড়িয়াহাটে জোড়া খুন কাণ্ডের মুল অভিযুক্ত ভিকি হালদার এবং তার সঙ্গী শুভঙ্কর মন্ডলকে। এদেরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ। মুম্বইয়ে এই দুজনকে আদালতে তোলা হয়েছিল, ট্রানজিট রিমান্ডে এই দু'জনকে আগামী 3 তারিখে কলকাতায় নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।
গড়িয়াহাটে জোড়া খুনের দায়ে ইতিমধ্যেই মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু মুল অভিযুক্তদের পাওয়া যাচ্ছিল না। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বক্তব্যেও যথেষ্ট অসঙ্গতি রয়েছে বলে জানা যাচ্ছে। তাই এবার মুল অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করা ছাড়াও গোটা ঘটনার পুনর্বিন্যাস করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
ঘটনার দিনেই ভিকি আর শুভঙ্কর বাড়ি ফিরে গিয়েছিল। সেই রাত্রেই তাদের রাজ্য ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তারা ট্রেনের টিকিট কেটেছিল বিহারের পরেশনাথ স্টেশন পর্যন্ত। পুলিশের একটি দল খোঁজ নিয়ে জানতে পেরেছে পরেশনাথ পর্যন্ত টিকিট কাটলেও ঐ দুজন পরেশনাথ স্টেশনে আদৌ ট্রেন থেকে নামে নি। খুব সম্ভবত পুলিশের চোখে ধুলো দিতেই ওরা আর ট্রেন থেকে নামেনি। এরপর ট্রেনের শেষ গন্তব্য অর্থাৎ মুম্বইতে গিয়ে তারা নামে। সেখানে লোয়ার প্যারেল এলাকায় একটি বহুতলে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ জুটিয়ে নেয়। কিন্তু গত 30 তারিখে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ মুম্বই থেকে তাদের গ্রেপ্তার করে। আগামী 3 তারিখের মধ্যে ঐ দুজনকে কলকাতায় নিয়ে আসা হবে।