![]() |
মুক্তার আব্বাস নকভি |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 04/10/2021 : কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুখতার আব্বাস নাকভি বলেছেন, ভারতের সংস্কৃতি, ঐতিহ্য ও সংবিধান 'বৈচিত্রের মধ্যে একতার' বন্ধনকে কোন পরিস্থিতিতেই দুর্বল হতে দেয়নি। শ্রী নাকভি আজ নতুন দিল্লিতে ভারতীয় বৌদ্ধ সংঘ আয়োজিত সামাজিক সম্প্রীতি ও মহিলা ক্ষমতায়ন এবং পন্ডিত দীনদয়াল স্মৃতি সম্মান কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন। তিনি আরও বলেন, সার্বিক উন্নয়নের পথে অনেক বাধা এসেছে, কিন্তু আমাদের বৈচিত্রের মধ্যে একতার শক্তি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলেছে।
শ্রী নাকভি আরও বলেন, দেশ স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন করছে। তাই আমরা যখন স্বাধীনতা উদযাপন করি, তখন আমাদের অবশ্যই 'বিভাজন বিভীষিকার' দুর্ভাগ্যজনক ঘটনা মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে বিভাজন বিভীষিকার জন্য দায়ী কারা। আমাদের এটাও মনে রাখতে হবে যে, কিছু সংকীর্ণ মানসিকতার ব্যক্তি নিজ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ভারতের স্বার্থ বলিদানের জন্য ষড়যন্ত্র করেছিলেন।
মন্ত্রী বলেন, ভগবান গৌতম বুদ্ধের আধ্যাত্মাকি মানবতাবাদের বার্তা এবং কর্মমুখী জীবনের আদর্শ সমগ্র মানব জাতির কাছে আজও প্রাসঙ্গিক। ভগবান বুদ্ধের আধ্যাত্মিক আত্মবিশ্বাসের আদর্শ আজও আমাদের যাবতীয় দ্বিধা-দ্বন্দ্ব দূর করে মানসিক শান্তি ও সক্ষমতার পথ দেখায়।
শ্রী নাকভি বলেন, ভাগবান গৌতম বুদ্ধের শিক্ষা ও আত্মবিশ্বাসের আদর্শ কালের নিয়মে অর্থবহ প্রমাণিত হয়েছে এবং সমগ্র মানব জাতির জন্য সেবার দৃঢ় আদর্শ করোনার সময় আরও একবার প্রতিফলিত হয়েছে। ভগবান বুদ্ধের আদর্শ ও শিক্ষা সামাজিক ও সাংস্কৃতিক সমস্যাগুলির সমাধানের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করে শ্রী নাকভি বলেন, তাঁর সহস্র বছরের পুরানো শিক্ষা ও আদর্শ আজও সমান প্রাসঙ্গিক।
শ্রী নাকভি বলেন, বহু ভাষা, ধর্ম, অঞ্চল, জীবনশৈলী থাকা সত্বেও ভারতের একতা অখন্ডিত রয়েছে, কারণ আমাদের দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সাংবিধানিক মূল্যবোধ অনেক বেশি সুদৃঢ়।
শ্রী নাকভি বলেন, গত ৭ বছরে সরকার সাংবিধানিক মূল্যবোধের প্রতি অঙ্গিকারবদ্ধ হয়ে সার্বিক ক্ষমতায়ণের লক্ষ্যে কাজ করেছে। সরকার সংখ্যালঘু সহ সমাজের সব শ্রেণীর মানুষের মর্যাদার সঙ্গে কল্যাণের বিষয়টি সুনিশ্চিত করেছে।
ভারতীয় বৌদ্ধ সংঘের মত সংগঠনগুলি সামাজিক ও সাংস্কৃতিক তথা জাতীয় একতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে শ্রী নাকভি অভিমত প্রকাশ করেন।
এই উপলক্ষে সংসদ বিষয়ক ও সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রী অর্জুনরাম মেঘাওয়াল, সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী জন বার্লা, ভারতীয় বৌদ্ধ সংঘের জাতীয় সভাপতি ভন্তে সংঘপ্রিয় রাহুল, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ শিক্ষা, সমাজ ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।