![]() |
মমতা ও ধনকর (ফাইল চিত্র) |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 06/10/2021 : আগামী বৃহস্পতিবার রাজ্যের নতুন বিধায়ক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করাবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সুচী ইতিমধ্যেই চুড়ান্ত হয়ে গিয়েছে।
বৃহসপতিবারের ঐ অনুষ্ঠানে তৃণমূলের আরও দুই বিধায়কও শপথ গ্রহণ করবেন। একজন হলেন আমিরুল ইসলাম এবং অন্যজন হলেন জাকির হোসেন। এঁরা দুজনেই মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুর থেকে জিতে এসেছেন।
আগামী 30 তারিখে রাজ্যে চার জায়গায় নির্বাচন রয়েছে। সেই চার জায়গাগুলি হল দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসাবা। এই চার কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষনা করেছে। দিনহাটা থেকে ঘাস ফুলের হয়ে লড়বেন উদয়ন গুহ, শান্তিপুর থেকে লড়বেন ব্রজকিশোর গোস্বামী, খড়দহ থেকে লড়বেন শোভন দেব চট্টোপাধ্যায় এবং গোসাবা থেকে লড়বেন সুব্রত মন্ডল। গণনা 2রা নভেম্বর।