দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টির ভ্রুকুটি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টির ভ্রুকুটি

Share This

দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টির ভ্রুকুটি


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 16/10/2021 : পুজোর পর থেকেই ফের বৃষ্টি শুরু হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর আজ এমনটাই সতর্কবার্তা শুনিয়েছে রাজ্য বাসীকে।

সতর্ক বার্তায় বলা হয়েছে দক্ষিণবঙ্গে রবিবার বৃষ্টি বাড়বে।  ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে দুর্যোগ সবথেকে বেশি। ভারী বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়া হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর 24 পরগনা ও পশ্চিম মেদিনীপুরে।

সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা। যারা সমুদ্রে আছেন তাদের সন্ধ্যের মধ্যে ফিরতে নির্দেশ।

উত্তরবঙ্গে ও আজ হালকা বৃষ্টি শুরু। সোমবার ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ওপরের দিকের জেলাগুলিতে। রাজ্যজুড়ে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

ঝড় বৃষ্টির খবরটি জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবীদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages