লুইজিনহো হলেন তৃণমূলের সর্ব ভারতীয় সহ সভাপতি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


লুইজিনহো হলেন তৃণমূলের সর্ব ভারতীয় সহ সভাপতি

Share This

লুইজিনহো হলেন তৃণমূলের সর্ব ভারতীয় সহ সভাপতি
লুইজিনহো ফেলেরো


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 22/10/2021 : গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরোকে এবার সর্ব ভারতীয় সহ সভাপতি পদে অভিষিক্ত করল তৃণমূল কংগ্রেস।

ত্রিপুরার পর তৃণমূলের পরবর্তী লক্ষ্য গোয়া। চার দশক ধরে রাজনীতি করা এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরো কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এবার আরব সাগরের তীরে রাজনীতির ভার তাঁর ওপরেই সঁপে দিতে চলেছে তৃণমূল।

তৃণমূল কংগ্রেস আগেই ঘোষনা করেছে পশ্চিমবঙ্গের বাইরে দেশের অন্যান্য রাজ্যেও তারা অন্যায়ের প্রতিবাদে লড়াই করবে। মানুষের পাশে থেকে রাজনীতিতে অংশ গ্রহণ করবে। এই দায়িত্ব গ্রহণ করেই অভিষেক ব্যানার্জিকে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক পদে বসানো হয়েছিল। নতুন দায়িত্ব পেয়েই কথা রাখতে শুরু করেছেন অভিষেকও। খুব কম সময়ের মধ্যেই প্রথমে ত্রিপুরা আর তারপরে গোয়ায় রাজনৈতিক পদক্ষেপ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। উত্তর পুর্ব ভারতের অন্যান্য রাজ্যেও পুর্ণ শক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে ঘাস ফুল শিবির। 

গোয়ায় ইতিমধ্যেই পার্টি অফিস খুলে ফেলেছে তৃণমূল। চলতি মাসের শেষের দিকে তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হয়ত একবার গোয়ায় গিয়ে সব ব্যাবস্থা দেখে আসতে পারেন। তবে রাজনৈতিক ময়দানে বলিষ্ঠ পদক্ষেপ করতেই আজ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহোর ওপরেই ভরসা রাখল তৃণমূল কংগ্রেস।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages