প্রবল বৃষ্টিতে ধানের ক্ষতি, মাথায় হাত চাষিদের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রবল বৃষ্টিতে ধানের ক্ষতি, মাথায় হাত চাষিদের

Share This

প্রবল বৃষ্টিতে ধানের ক্ষতি, মাথায় হাত চাষিদের


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 23/10/2021 : প্রবল বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত ধান চাষ। উল্লেখ্য, কয়েকদিন আগে প্রবল বৃষ্টিপাতের ফলে সাধারন মানুষদের  বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন।

প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল উত্তরবঙ্গের প্রত্যেক নদীতে। আর সেই বন্যার পলির জলে নষ্ট হয়ে গিয়েছিল নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষদের আবাদি ফসল। কিন্তু অন্যদিকে প্রবল বৃষ্টিপাত এবং সাথে দমকা হাওয়াতে চাষীদের ধান গাছ জলের মধ্যে নুইয়ে পড়েছে। আবার কোন কোন এলাকায়  জমির আধা পাকা  ধান মাটিতে বিছিয়ে পড়েছে। 


যার কারণেই ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে অনুমান করছেন অনেক কৃষক। সেরকমটাই জানালেন জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবারি অঞ্চলের বালুর ঢীপ এলাকার জনৈক চাষী নৃপেন রায়। তিনি বলেন, "কয়েকদিন বৃষ্টিপাতের ফলে তার পাঁচ বিঘা জমির আধা পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। এছাড়াও এই প্রবল বৃষ্টিপাতের ফলে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকার চাষীদের ধান চাষ নষ্ট হওয়ার সাথে সাথে মেখলিগঞ্জ মহাকুমা হলদিবাড়ি ব্লকের বেশ কিছু স্থানে চাষীদের জমির ধান মাটিতে নুইয়ে পড়েছে।" যার ফলে এবছর ধান চাষে চাষিদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হবে বলে জানালেন নৃপেন বাবু । 

রিপোর্ট : বিকাশ সরকার

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages