আজ খবর (বাংলা), ইটানগর, অরুনাচল প্রদেশ, 02/10/2021 : আজ ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশের বিস্তীর্ন অঞ্চল।
শনিবার সকাল 10টা 15 মিনিট নাগাদ হঠাৎ করেই অরুণাচল প্রদেশের বেশ কিছু জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। ন্যাশানাল সিস্মোগ্রাফি সেন্টার জানিয়েছে রিখ্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.1;
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অরুনাচল প্রদেশের বাসার থেকে 143 কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিম দিকে ভুপৃস্ঠ থেকে অন্তত 10 কিলোমিটার গভীরে। আজকের ভূমিকম্পে অরুণাচল প্রদেশ থেকে সেভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায় নি ।
প্রসঙ্গত উল্লেখ্য, সেপ্টেম্বর মাসের প্রথম দিকে অরুণাচল প্রদেশের পাঙ্গিন নামে একটি জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছিল। সেবার রিখ্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.5: