আজ খবর (বাংলা), তমলুক, পুর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, 27/10/2021 : দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন দক্ষিণ কলকাতার বিজেপি কাউন্সিলর তিস্তা দাস বিশ্বাস।
কিছুক্ষণ আগেই দীঘা থেকে ফেরার পথে সপরিবারে দুর্ঘটনার সম্মুখীন হন বিজেপি কাউন্সিলর তিস্তা দাস বিশ্বাস। দুর্ঘটনাটি ঘটেছে তমলুকের কাছে। দীঘা থেকে সপরিবারে কলকাতার দিকে ফিরছিলেন তিস্তা দেবী। পথে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
তিস্তা দাস বিশ্বাস ছিলেন দক্ষিণ কলকাতার 86 নম্বর ওয়ার্ডের পৌরমাতা। দুর্ঘটনার পর তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা তিস্তা দেবীকে মৃত বলে ঘোষনা করেন। তিস্তা দেবীর স্বামী ও শিশু সন্তান এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা গিয়েছে।
Loading...