আজ খবর (বাংলা), কোচবিহার, পশ্চিমবঙ্গ, 22/10/2021 : চলতি মাসেই উপ নির্বাচনকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দিনহাটায়। এখানে জয় সুনিশ্চিত করতে জোরকদমে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।
২০২১ -এর বিধানসভা উপনির্বাচন উপলক্ষ্যে কোচবিহার জেলার ৭ নং দিনহাটা বিধানসভা কেন্দ্রের শালমারায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রী উদয়ন গুহ মহাশয়ের সমর্থনে নির্বাচনী প্রচার ।
দিনহাটা আসনকে পাখির চোখ করে কোচবিহার জেলার ৭ নং দিনহাটা বিধানসভা কেন্দ্রের বুড়ির হাট বেসিক স্কুলের মাঠে তৃণমূল প্রার্থী উদয়ন গুহর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল। ঐ জনসভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রী সুব্রত বক্সী মহাশয় ।
এছাড়াও কোচবিহার জেলার ৭ নং দিনহাটা বিধানসভা কেন্দ্রের নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে উদয়ন গুহর সমর্থনে নির্বাচনী প্রচার অনুষ্ঠিত হয়েছে।