নদীয়ায় তৃণমূলের ভোট প্রার্থী বিজয়কৃষ্ণ গোস্বামীর পরিবারের সদস্য - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নদীয়ায় তৃণমূলের ভোট প্রার্থী বিজয়কৃষ্ণ গোস্বামীর পরিবারের সদস্য

Share This

নদীয়ায় তৃণমূলের ভোট প্রার্থী বিজয়কৃষ্ণ গোস্বামীর পরিবারের সদস্য
ব্রজকিশোর গোস্বামী


আজ খবর (বাংলা), শান্তিপুর, নদীয়া, পশ্চিমবঙ্গ, 04/10/2021 : নদীয়ার শান্তিপুরে স্বনামধন্য বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির সুপুত্র ডক্টর ব্রজকিশোর গোস্বামী শান্তিপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী

এই মুহুর্তের এক উল্লেখযোগ্য খবর হলো শান্তিপুর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে  দিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দোপাধ্যায় । শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হলো শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী পরিবারের সদস্য ডক্টর ব্রজ কিশোর গোস্বামী কে । শান্তিপুর হাটখোলা পাড়া বা এল কে মৈত্র রোডের বাসিন্দা আনন্দ কিশোর গোস্বামীর পুত্র ব্রজ কিশোর গোস্বামী আচরণে যথেষ্ট রুচিবান , মার্জিত ও ধর্মগুরু বলেই সুপরিচিত । রাজনৈতিক দিক দিয়ে বিচার করে দেখতে গেলে দলের অনেক তাবর তাবোর নেতা নেত্রী বা সংগঠক থাকলেও তাদের উপনির্বাচনে টিকিট দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় । তার একটি কারণ হলো অবশ্যই গোষ্ঠী দ্বন্দ্ব । যদিও ২০১৬ এবং ২০২১ পরস্পর দুটি বিধানসভা নির্বাচনে এই শান্তিপুর বিধানসভা নির্বাচনে পরাজিত হয় তৃণমূল কংগ্রেস। এই শান্তিপুর বিধানসভা নির্বাচনে তৃণমূলের হারের নেপথ্যে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের এক অংশ । আর সেই গোষ্ঠীদ্বন্দ্ব থেকে দল কে বাঁচাতে ডক্টর ব্রজ কিশোর গোস্বামীকে শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করার  সিদ্ধান্ত নিয়েছে দল । এমনটাই মনে করছেন রাজনৈতিক সমালোচকদের এক অংশ । অন্যদিকে ধর্ম নিয়ে রাজনীতি করতে অভ্যস্ত তৃণমূল , আর নিরিখে এই ধর্মগুরু তৃণমূলের নির্বাচনী লড়াইয়ে প্রার্থী করে বিজেপির ও ধর্মীয় রাজনীতির মেরুকরণ রুখে দেবার রাজনৈতিক কৌশলী চাল চাললেন মমতা বন্দ্যোপাধ্যায় । এমনটাই ধারণা রাজনৈতিক সমালোচকদের এক অংশের ।

তিনি জানান আজ আড়াইটে নাগাদ তার এক বন্ধু তাকে ফোনে প্রথম জানান তিনি প্রার্থী হয়েছেন, সারাবাংলা বাংলায় বাইরে বিভিন্ন রাজ্যে এমনকি দেশের বাইরেও তাদের , অনেক শিয‍্য ছড়িয়ে রয়েছে। ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তিনি বলেন তার বংশের সারা পৃথিবী খ্যাত ধর্মগুরু অদ্বৈত আচার্যর বহু মুসলমান শিষ্য ছিলো। ধর্ম মানেই সকলকে নিয়ে চলা। তবে অনেক রথী-মহারথী কে পেছনে ফেলে রাজনীতির সাথে খুব বেশি যুক্ত না হওয়া সত্ত্বেও কেন এই সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, দিদি যে দায়িত্ব দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করে শান্তিপুরের সামগ্রিক উন্নয়নে বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্ন সফল করায় আমার উদ্দেশ্য।

রিপোর্ট : মলয় দে, নদীয়া

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages