লখিমপুরের আঁচ এবার ত্রিপুরাতেও - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


লখিমপুরের আঁচ এবার ত্রিপুরাতেও

Share This

লখিমপুরের আঁচ এবার ত্রিপুরাতেও


আজ খবর (বাংলা), আগরতলা, ত্রিপুরা, 07/10/2021 : লখিমপুরে কৃষক হত্যার প্রতিবাদে ত্রিপুরার বিলোনিয়াতেও কৃষক ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও পথসভা করা হল।

বুধবার সকাল দশটায় সিপিআইএম এর বিক্ষোভ মিছিল ও পথসভা সংঘটিত হয় বিলোনীয়ায়। উত্তর প্রদেশের লখিমপুরে আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চাপা দিয়ে হত্যর প্রতিবাদ জানিয়ে  বুধবার সকালে সংযুক্ত কিষান মোর্চা ও বামপন্থী গনসংগঠনের ডাকে  সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ে থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে ,মিছিলটি ব্যাংক রোড এবং এক নম্বর টিলা হয়ে পুনরায় সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ের সামনে শেষ হয়।

মিছিল শেষে হয় প্রতিবাদ সভা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষক সভার বিলোনীয়া মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ বলেন, "গত দশ মাস যাবৎ তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সারা দেশে ব্যাপক আন্দোলন  লড়াই সংগ্রাম চলছে, নেতৃত্বে কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি সহ প্রায়৫০০ টি কৃষক সংগঠন আন্দোলন কে সমর্থন করেছে।কিন্তু কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের কোন ধরনের উদ্যোগ নেই। কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি সিদ্বান্ত নিয়েছে যতখন পর্যন্ত তিনটি কৃষি আইন বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে লড়াই সংগ্রাম জারী থাকবে।"

এদিনের বিক্ষোভ মিছিল সভাতে ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য নেতৃত্ব দীপংকর সেন, শ্রমিক নেতা বিজয় তিলক আশীষ দত্ত,যুব নেতা রিপু সাহা, নারী নেত্রি বকুল দেবনাথ, অনিন্দিতা সাহা,

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages