তিব্বতি ভাষা শিখছেন ভারতীয় সেনা অফিসারেরা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


তিব্বতি ভাষা শিখছেন ভারতীয় সেনা অফিসারেরা

Share This

তিব্বতি ভাষা শিখছেন ভারতীয় সেনা অফিসারেরা


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 19/10/2021 : প্রতিবেশি তিব্বতিদের মধ্যে চীনের প্রভাব যাতে বেশি করে না পড়ে, সেই জন্যে তিব্বতি ভাষা শিখছেন ভারতের সেনা অফিসারেরা।

তবে শুধুই তিব্বতি ভাষাই নয়,  দুই মাসের কোর্সে সেনা অফিসারেরা দ্রুত আয়ত্ত্ব করে ফেলছেন তিব্বতি ইতিহাস, সংস্কৃতি, সংস্কার,লোকাচার , ভুরাজনীতি, সমাজ ব্যবস্থা ও তার নিয়ম কানুন, বৌদ্ধ দর্শন, রাজনীতি ইত্যাদি।  এই ব্যাপারটি চালু হয়েছে চলতি বছরের মার্চ মাসে। প্রথম ব্যাচে 15 জন সেনা অফিসারকে বেছে নেওয়া হয় টিবেটোলজি শেখানোর জন্যে। দ্বিতীয় ব্যাচেও 20 জন অফিসারকে বাছাই করে টিবেটোলজি শেখানো হয়েছে। তৃতীয় ব্যাচের জন্যে ইতিমধ্যেই 22 জনকে বেছে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

তিব্বতের ওপর চীনের প্রভাব যাতে খুব বেশি না হয় সেই কারনেই হয়ত সেনাবাহিনী প্রতিবেশি তিব্বত্কে আরও ভালোভাবে চিনতে ও জানতে চাইছে। আর সেই কারনেই অরুণাচল প্রদেশ ও সিকিমে অবস্থিত Indian Army And Central Institute For Himalayan Culture Studies ভারতীয় সেনা অফিসারদের তিব্বতি ভাষা ও সংস্কৃতি শেখাচ্ছে। নতুন বিষয় সম্পর্কে জানতে পেরে সেনা অফিসারেরাও বেশ খুশী। তাঁরা আরও বেশি করে মনাষ্ট্রীগুলিতে যাচ্ছেন। ভারতে থাকা তিব্বতিদের সাথে আরও বেশি করে মেলামেশা করছেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages