খড়ি মাটির আলপনা নয়, লক্ষীপুজোয় এবার প্লাস্টিকের স্টিকার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


খড়ি মাটির আলপনা নয়, লক্ষীপুজোয় এবার প্লাস্টিকের স্টিকার

Share This

খড়ি মাটির আলপনা নয়, লক্ষীপুজোয় এবার প্লাস্টিকের স্টিকার


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 19/10/2021 : কৃত্রিম স্টিকারে  ছেড়ে গেছে পুজোর  বাজার। প্রকৃত জিনিস ভুলতে বসেছেন মানুষ। বাজারে ছেয়ে গেছে পাঁচ থেকে পঞ্চাশ টাকার লক্ষীপুজোর প্লাস্টিকের স্টিগার। 

বিক্রি খুবই ভালো জানালেন বিক্রেতারা। ক্রেতারাও খুশি এই ধরনের স্টিগার পেয়ে। রকমারি লক্ষী ঠাকুরের  স্টিকারের চল দিন দিন বেড়েই চলেছে। আর সেই চলের কারনেই এখনকার মানুষ ভুলতে বসেছে পুরনো দিনের আলপনার কাজ। বিক্রি নেই আলপনা দেবার মূল উপকরণ খড়িমাটির। হাতে দেওয়া খড়ি মাটির আলপনার চাহিদা এখন নেই। 

চাহিদা রয়েছে বিভিন্ন ধরনের লক্ষী ঠাকুরের পা থেকে ফুল, সব ধরনের স্টিকার কিনতেই ভিড় ক্রেতাদের। আজ ও আগামীকাল লক্ষী পুজো । আজ সন্ধ্যায় পুজো শুরু হয়ে আগামীকাল বিকেলে শেষ হবে। মানুষ কিনছেন সেই সমস্ত আলপনা ,পায়ের ছাপ, ফুল, প্যাঁচা, ধান ইত্যাদির স্টিকার।

রিপোর্ট : 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages