আজ খবর (বাংলা), খেরি, লখিমপুর, উত্তরপ্রদেশ, 04/10/2021 : উত্তরপ্রদেশে তাদের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বধ্রাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবী করল কংগ্রেস যূব দল।
গতকাল উত্তরপ্রদেশের লখিমপুর জেলার খেরিতে উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্য্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির কনভয়ের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে মৃত্যু হয়েছে চার কৃষকের। পাল্টা কনভয়ে থাকা একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধরা। গাড়িটির চার আরোহীরও মৃত্যু হয়েছে। এই ঘটনায় ব্যাপক অশান্তি ছড়িয়েছে খেরিতে।
ঐ ঘটনার পরপরই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বধ্রা নিহত কৃষকদের পরিবারগুলির সাথে দেখা করতে লখ্নৌ বিমান বন্দরে পৌঁছান।
বিমান বন্দর থেকে খেরি যাওয়ার পথে উত্তরপ্রদেশের পুলিশ বার বার প্রিয়াঙ্কার পথ আটকায় বলে অভিযোগ উঠেছে। পুলিশকে উদ্দেশ্য করে গতকাল প্রিয়াঙ্কাকে বলতে শোনা গিয়েছে, "মৃত কৃষকদের পরিবারের সাথে দেখা করতে চেয়ে আমি কোনো অন্যায় বা অপরাধ করছি না। আপনারা এ ভাবে আমাকে আটকাতে পারেন না। আপনাদের কাছে কোনো ওয়ারেন্ট আছে ?" পুলিশ কোনো ওয়ারেন্ট দেখায় নি, তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে 'যে ঘটনা খেরিতে ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গোটা ঘটনার তদন্ত চলছে। ঐ ঘটনাকে নিয়ে রাজনীতি করা উচিত হবে না।'
যূব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি একটি টুইটবার্তায় লিখেছেন, "মহাত্মা গান্ধীর গণতান্ত্রিক দেশে গডসের উপাসকরা মৃত অন্নদাতা কৃষকদের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার জন্যে নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিজিকে হরগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে। এবার বৃহত্তর আন্দোলনের সূচনা হল। কৃষক ঐক্য জিন্দাবাদ।"
সংযুক্ত কিষান মোর্চার তরফে বলা হয়েছে, "গতকাল যে চার কৃষকের মৃত্যু হয়েছে, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে গুলিতে। মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে ঐ কৃষককে গুলি করে মেরেছে। বাকি তি কৃষককে গাড়ির চাকায় পিষে মারা হয়েছে।" অজয় মিশ্র টেনি অবশ্য এই অভিযোগ নস্যাত করে বলেছেন, "গতকাল ঘটনাস্থলে আমার ছেলে ছিলই না। বিক্ষোভকারীরা আমাদের গাড়ির ওপর পাথর ছুঁড়ছিল। কৃষকদের মধ্যে বেশ কিছু দুষ্কৃতীও মিশে ছিল। যার ফলে এত বড় একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল।"