আজ খবর (বাংলা), কাবুল, আফগানিস্তান, 05/10/2021 : গতকালই আইএস জঙ্গী সংগঠনের একটি ঘাঁটিকে উড়িয়ে দিয়েছিল তালিবানরা। আর আজ খবর পাওয়া গেল আইএস জঙ্গীদের 11টি ঘাঁটিকে দখল করে ফেলেছে তালিবানরা।
গত রবিবার তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদের প্রয়াত মায়ের প্রার্থনা সভা চলছিল কাবুলের বড় ইদগাহ মসজিদে। সেই সময় ঐ মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের ঘটনায় আট জন নিহত ও 20 জন আহত হয়েছিল।
ঐ ঘটনার পরেই তালিবানরা আইএস জঙ্গীদেরকে নাশকতার মুল পান্ডা হিসেবে চিহ্নিত করেছিল। সেই অনুযায়ী গতকালই আইএস জঙ্গীদের একটি ঘাঁটি উড়িয়ে দিয়েছিল তালিবানরা। বেশ কিছু আইএস জঙ্গীর মৃত্যু হয়ে থাকতে পারে সেই ঘটনায় বলে মনে করছে তালিবরা।
গতকাল ও আজ মিলিয়ে তালিবানরা বাঘ এ দৌড় এলাকায় আইএস জঙ্গীদের মোট 11টি ঘাঁটির দখল নিয়েছে বলে জানা গিয়েছে।