আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 02/10/2021 : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপনের অঙ্গ হিসাবে আজাদি কা অমৃত মহোৎসবের আওতায় আগামীকাল দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতীয় সুরক্ষা বাহিনীর (এনএসজি) সর্বভারতীয় কার র্যালি ‘সুদর্শন ভারত পরিক্রমা’র যাত্রার সূচনা করবেন। একই সঙ্গে শ্রী শাহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সাইকেল র্যালির যাত্রা সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন। সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকে পদক জয়ী শ্রী নীরজ চোপরা, শ্রী রবি কুমার দাহিয়া এবং শ্রী বজরং পুনিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছে। দেশের স্বাধীনতা সংগ্রামে স্বল্প পরিচিত বিপ্লবী ও শহীদদের আত্মবলিদান সম্পর্কে যুবসম্প্রদায়কে সচেতন করে তুলতে আজাদি কা অমৃত মহোৎসব আয়োজন করা হচ্ছে। এনএসজি-র কার র্যালি সুদীর্ঘ ৭ হাজার ৫০০ কিলোমিটার পথ পরিক্রমা শেষে আগামী ৩০ অক্টোবর নতুন দিল্লির পুলিশ স্মারকে যাত্রা শেষ করবে। এই যাত্রাপথে কার র্যালি দেশের ১২টি শহরের ১৮টি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করবে।
আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী দেশের বিভিন্ন প্রান্ত থেকে গত ১৫ অগাস্ট প্রায় ৯০০ জন অভিযাত্রীকে নিয়ে সাইকেল র্যালির সূচনা করে। ২১টি রাজ্য দিয়ে প্রায় ৪১ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে সাইকেল র্যালির অভিযানের সমাপ্তি হবে আগামীকাল দিল্লিতে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর পাশাপাশি, সশস্ত্র সীমাবল ১০টি সাইকেল র্যালি, সংরক্ষিত পুলিশ বাহিনী ৪টি সাইকেল র্যালি, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী ৯টি সাইকেল র্যালি এবং সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ মোট ১৫টি সাইকেল র্যালির আয়োজন করে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন এই পুলিশ বাহিনীগুলি আজাদি কা অমৃত মহোৎসবের মধ্য দিয়ে স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন করছে। সাইকেল র্যালির মধ্য দিয়ে বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে পারস্পরিক সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ ও যুবসম্প্রদায়ের মধ্যে জাতীয় অখন্ডতা, দেশাত্মবোধ ও সৌভ্রাতৃত্বের চেতনাকে আরও দৃঢ় করতে সাইকেল র্যালির আয়োজন করা হয়।