আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 25/10/2021 : হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান রাজনীতিক তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়।
সুব্রতবাবু অসুস্থ হতেই তাঁকে এস এস কে এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর হার্টের সমস্যা রয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গিয়েছে। তাই এসএসকেএম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে সুব্রত মুখোপাধ্যায়কে।
আজ হাসপাতালে ভর্তি করার পর তাঁর স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে। সুব্রতবাবুর চিকিৎসার জন্যে ডাক্তারদের একটি বোর্ড গঠন করা হয়েছে। তাঁরা সুব্রতবাবুর শারীরিক অবস্থার দিকে কড়া নজর রাখছেন। এই মুহুর্তে তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সুত্রে।
Loading...