পাহাড়ে বহু জায়গায় ধ্বস, বন্ধ রাস্তা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পাহাড়ে বহু জায়গায় ধ্বস, বন্ধ রাস্তা

Share This

পাহাড়ে বহু জায়গায় ধ্বস, বন্ধ রাস্তা


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 20/10/2021 : পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলায় এবং পাহাড়ে অতি বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তায় ধ্বস নেমেছে। ফলে সেই রাস্তাগুলিকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

গত 36 ঘন্টা লাগাতার বর্ষণের কারণে রাজ্যের যে রাস্তাগুলি বন্ধ রাখা হয়েছে সেগুলি হল - 

1, পাহাড়ে লোধমা থানা ও বাজারের মধ্যে ধ্বস নামায় রাস্তা সম্পূর্ণ বন্ধ রয়েছে।

2, চংটং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে।

3, পাহাড়ে 55 নম্বর জাতীয় সড়কের ওপর মহানদীর কাছে চেউরি ভির জায়গাটিতে রাস্তা বন্ধ রয়েছে। শুধুমাত্র মোটরবাইক ও হাল্কা গাড়িগুলিকে যেতে দেওয়া হচ্ছে গয়াবাড়ি দিয়ে ঘুরপথে। এখানে রাস্তা পরিস্কার করার কাজ চলছে। 

4, লোধমা থেকে মানেভঞ্জন যাওয়ার রাস্তাও বন্ধ রাখা হয়েছে।

5, লেবং কার্ট রোডেও ভারী যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। 

6, কালিঝোড়ার কাছে 10 নম্বর জাতীয় সড়কের ওপর 29 মাইল জায়গাটির কাছে রাস্তা এখন বন্ধ আছে। তবে এখানে রাস্তা পরিস্কার করা প্রায় হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই রাস্তা খুলে দেওয়া হতে পারে। 

7, সুখিয়াপোখরি থেকে দুধিয়া যাওয়ার পথে লোহার সেতুটি আপাতত বন্ধ আছে। ভারী যানবাহনকে এই রাস্তা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

8, জোরবাংলো থেকে বিজনবাড়ি যাওয়ার রাস্তাও ধ্বস পড়ে বন্ধ হয়ে রয়েছে।

9, রিম্বিক থেকে শ্রীখোলা যাওয়ার রাস্তাও বন্ধ রয়েছে।



কিছু রাস্তা যেগুলি আগে বন্ধ ছিল, এখন খুলে দেওয়া হয়েছে, সেগুলি হল - 

1, লেবং থেকে বাদামতাম যাওয়ার রাস্তা।

2, শিলিগুড়ি থেকে পাহাড়ের রাস্তায় গাড়িগুলিকে রোহিনী অথবা পাংখাবাড়ি রোড ব্যবহার করতে বলা হয়েছে। দুটি রাস্তাই খোলা আছে।

3, সুখিয়াপোখরি থেকে দুধিয়া যাওয়ার পথে শুধুমাত্র ছোট গাড়িগুলিকে যেতে দেওয়া হচ্ছে।

4, সিকিম থেকে শিলিগুড়ি যাওয়ার জন্যে যাত্রীবাহী গাড়িগুলিকে পেশক রোড ধরতে বলা হয়েছে।

5, কাইনজালিয়া থেকে বিজনবাড়ি যাওয়ার রাস্তা পরিস্কার হয়ে গিয়েছে। খুলেও দেওয়া হয়েছে। ঐ রাস্তা ব্যবহার করা যেতে পারে।

6, লেবং কার্ট রোডে ছোট গাড়িকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। 

প্রশাসনের তরফ থেকে কিছু হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। সেগুলি হল - কন্ট্রোল রুম- 03542252057 / 9083270435; দার্জিলিং- 9083270415 / 70405; কার্শিয়াং - 9083270415 / 70411 ; 

রুরাল ( নক্সালবাড়ি, খড়িবাড়ি, ফাঁসিদেওয়া) - 9083270410 / 70407;

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages