ফের তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ফের তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান

Share This

ফের তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান


আজ খবর (বাংলা), বেজিং, চীন, 01/11/2021 : ফের একবার তাইওয়ানের আকাশ সীমান্তে চীনা যুদ্ধবিমান উড়তে দেখা গিয়েছে বলে তাইওয়ানের সংবাদ মাধ্যম সুত্রে জানানো হয়েছে। 

তাইওয়ানের সতর্কবার্তা একরকম উপেক্ষা করেই তাইওয়ানের আকাশ সীমার মধ্যে যুদ্ধবিমান পাঠাচ্ছে চীন। গতকাল তাইওয়ানের আকাশে আটটি চীনা যুদ্ধবিমান উড়তে দেখা গিয়েছিল। তার মধ্যে ছয়টি ছিল শেনিয়াং জে16 ফাইটার জেট, একটি ছিল কেজে 500 এবং আরেকটি ছিল সাংজি ওয়াই 8 (এন্টি সাবমেরিন)।

তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ বেড়ে গিয়েছে। শুধুমাত্র গত মাসেই এই ধরনের অনুপ্রবেশ হয়েছে 6 বার। আর চলতি বছরে চীন তাইওয়ানের আকাশে যুদ্ধবিমান পাঠিয়েছে অন্তত 680টি; এই বিমানগুলি তাইওয়ানের আকাশ সীমায় নির্দিষ্ট একটি জায়গায় উড়তে দেখা গিয়েছিল বলে খবর পাওয়া গিয়েছে।

চীনের দক্ষিণ পুর্ব দিকে অবস্থিত তাইওয়ানে প্রায় আড়াই কোটি মানুষের বাস। গত সাত দশক ধরে তাইওয়ান নিজস্ব গণতন্ত্র পালন করে আসছে। চীনের বশ্যতা তারা আদৌ মানে না। তাইওয়ানের পিছনে আমেরিকার সমর্থন আছে। তাইওয়ানের মত তাইপে জায়গাটির অবস্থানও একইরকম। তারাও আমেরিকার সাথে নিজেদের গাঁটছড়া বাড়িয়েছে। অন্যদিকে চীন হুমকি দিয়েই রেখেছে, তাইওয়ানের স্বাধীনতা মানে 'যুদ্ধ'।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages