আজ খবর (বাংলা), কালীঘাট, কলকাতা, পশ্চিমবঙ্গ, 03/10/2021 : প্রত্যাশিতই ছিল, ভবানীপুর কেন্দ্র থেকে বড় মার্জিনে জয় প্রায় সুনিশ্চিত দেখে আবির খেলায় এবং নাচে গানে মেতে উঠলেন তৃণমূল কর্মীরা।
আজ সকাল আটটা থেকেই ভবানীপুর কেন্দ্রে ভোটের গণনা শুরু হয়েছে, অত্যন্ত কড়া প্রহরায়। মোট 21 রাউন্ডের মধ্যে এখনও পর্যন্ত দ্বাদশ রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় 34970 ভোটে এগিয়ে রয়েছেন। পিছিয়ে আছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ও বাম প্রার্থী শ্রীজীব গোস্বামী।
পাশাপাশি মুর্শিদাবাদের সামসেরগঞ্জে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম এবং জঙ্গিপুরে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন।
কলকাতার ভবানীপুরে প্রত্যাশা মতই রেকর্ড ভোটে জিততে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের মার্জিন গত বিধানসভা নির্বাচনে শোভন দেব চ্যাটার্জির থেকেও বেশি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। বিপুল ভোটে জয় এবং মুর্শিদাবাদের দুই কেন্দ্রে জয়ের ফলে তৃণমূল 3 এ 3 অর্থাৎ 3টি কেন্দ্রেই জিততে চলেছে। আর সেই কারনেই কালীঘাটে মমতার পাড়ায় তৃণমূল কর্মীরা আবির খেলা ও নাচে মেতে উঠেছেন।