আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 25/10/2021 : হিন্দী ছবি 'ছিচোরে' 67তম ন্যাশানাল এওয়ার্ডে বেস্ট হিন্দী ফিল্ম পুরস্কার পেল। পুরস্কার গ্রহণ করতে দিল্লীতে হাজির ছিলেন ছবির পরিচালক নীতিশ তেওয়ারি ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।
যখন নীতিশ আর সাজিদের হাতে সেরা হিন্দী ছবির পুরস্কার তুলে দেওয়া হচ্ছিল, তখন এক ঝাঁক ক্যামেরার ফ্ল্যাশ লাইটের সামনে দুচোখ ভিজিয়ে ফেললেন দুজনেই। কারন ঐ আবেগ ঘন মুহুর্তে সবাইকে ছেড়ে অনেক দিন আগেই অজানার পথে চলে গিয়েছেন ছবির নায়ক সুশান্ত সিং রাজপুত।
পুরস্কার গ্রহণ করার মুহুর্তে বড় বেশি করেই মনে পড়ে যাচ্ছিল সুশান্তকে। 2020 সালের 14ই জুন মুম্বইয়ের বান্দ্রা এপার্টমেন্টে এক ভয়ংকর দিনে সুশান্ত সবাইকে ছেড়ে চলে গিয়েছেন চিরদিনের মত। তাই পরিচালক এবং প্রযোজক একবাক্যে স্বীকার করে বললেন, "এই ছবির কৃতিত্বের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছেন সুশান্ত সিং রাজপুত। তিনি আমাদের সকলকে গর্বিত করেছেন। তাই এই পুরস্কার আমরা তাঁকেই উৎসর্গ করছি।"