আজ খবর (বাংলা), ভক্তিনগর, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, 03/10/2021 : শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায় এক দম্পতির কাছে পাওয়া গেল বেশ কিছুটা ব্রাউন সুগার।
শিলিগুড়ির ভক্তিনগর থানার 42 নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে উদ্ধার হল ব্রাউন সুগার। গোপন সুত্রে খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ আজ একটি অভিযান চালায় ঐ বাড়িটিতে। ঐ বাড়িতে ভাড়া থাকেন সিকিমের সিংতাম এলাকার বাসিন্দা রামজি প্রসাদ ভগত ও তাঁর স্ত্রী অরুণা রাই।
পুলিশ তল্লাশি চালিয়ে ঐ দম্পতির হেফাজত থেকে দুটি প্লাস্টিকের মোড়কে মোট 263 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে। এই পরিমান ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় 52 লক্ষ টাকা। ঐ দম্পতিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। ব্রাউন সুগারের প্যাকেটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।