তৃণমূল যূব নেতার বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগে উত্তাল বেলঘরিয়া - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


তৃণমূল যূব নেতার বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগে উত্তাল বেলঘরিয়া

Share This

তৃণমূল যূব নেতার বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগে উত্তাল বেলঘরিয়া


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 24/10/2021 : বরানগরের যুব তৃণমূল নেতা শঙ্কর রাউথের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগে উত্তাল বেলঘরিয়া।

প্রতিদিন সন্ধ্যা হলেই বেলঘরিয়া প্রসাদ নগরে একটি আবাসনে মদ্যপ অবস্থায় একাধিক মহিলাকে নিয়ে চলতো উদ্দাম পার্টি ৷বিকট শব্দে চলতো সাউন্ড সিস্টেম ৷পার্টি শেষে  আবাসনের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতো মদের বোতল,এঁটো খাবার, ব্যাবহৃত কন্ডোম ৷ কিছু বলতে গেলেই জুটতো হুমকি ৷ 

দীর্ঘদিন ধরে এই অত্যাচারে বিরক্ত আবাসনের বাসিন্দারা দারস্থ হয় এলাকার যুব তৃণমূল নেতৃত্বের ৷ গত কাল রাতে পার্টি চলাকালিন বেলঘরিয়ার যুব তৃনমূল নেতা আরমান খানের নেতৃত্বে কিছু যুব তৃণমূল কর্মী ঘটনাস্থলে গিয়ে দেখেন বন্ধ ফ্ল্যাটে  মদ্যপ অবস্থায় বরানগরের যুব তৃণমূল নেতা শঙ্কর রাউথ সহ ২জন যুবক৩/৪ জন বহিরাগত মহিলাকে নিয়ে পার্টি করছে ৷তারা এই বিষয় প্রতিবাদ জানালে ২পক্ষের মধ্যে বচসা, ধাক্কাধাক্কি বেধে যায় ৷

এর আগেও বারানগরের যুব তৃনমূল নেতার নামে মধুচক্র চালানো সহ অনান্য সমাজবিরোধী মূলক অভিযোগ উঠেছে বিভিন্ন সময় ৷শঙ্কর রাউথের এই ঘটনা সামনে আসার পর বেজায় অসস্তিতে উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেস ৷ভবিশ্যতে এ হেন যুব তৃণমূল নেতার বিরুদ্ধে কোন পদক্ষেপ দল নেয় কিনা সেটাই এখন দেখার ৷

রিপোর্ট : রাকেশ চক্রবর্তী 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages