আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, 16/10/2021 : আজ 73 বছর বয়সে পা রাখলেন ড্রিম গার্ল হেমামালিনী। আজ এভারগ্রিন স্টার হেমামালিনীর জন্মদিন।
তামিলনাড়ুর এক ব্রাম্ভন পরিবারে জন্মেছিলেন হেমা। 1963 সালে 'ইধু সাথিয়াম' নামে একটি তামিল ছবিতে হেমা প্রথম অভিনয় করতে আসেন। তিনি বলিউডে পা রেখেছিলেন 1986 সালে রাজ কাপুরের বিপরীতে 'সপনো কা সওদাগর' ছবিতে অভিনয় করে। হিন্দি ছবিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন হেমামালিনী। বলিউডের প্রায় সব জনপ্রিয় নায়কের সাথেই কাজ করেছেন। একটা সময় তিনিই ছিলেন বলিউডের সবচেয়ে বেশি অর্থের নায়িকা। 100 টিরও বেধি ছবিতে নানান ভার্সেটাইল ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে হেমামালিনীকে।
ব্যক্তিগত জীবনে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্রকে। আবার যুক্ত হয়েছেন রাজনীতির সাথেও। সাংসদও হয়েছেন। অসম্ভব ভালো একজন নর্তকী ছিলেন তিনি। আবার লেখক হিসেবেও নজর কেড়েছেন। সফল হয়েছেন প্রযোজক হিসেবেও।