আজ খবর (বাংলা), ইম্ফল, মনিপুর, 13/10/2021 : মণিপুরে সশস্ত্র জঙ্গীরা গুলি চালিয়ে হত্যা করল পাঁচ নিরীহ গ্রামবাসীকে।
কিছুদিন আগেই যৌথ বাহিনীর গুলিতে নিহত হয়েছিল দুই জঙ্গী। গতকাল এই দুই জঙ্গীর দেহের সৎকার করছিল মণিপুরের কাংপোকপি জেলার বি গ্যামনম গ্রামের বাসিন্দারা। সৎকার চলার সময় সেখানে হঠাৎ করেই জঙ্গীরা এসে উপস্থিত হয়, আর তার পরেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে তারা। জঙ্গীদের গুলিতে মোট পাঁচজন গ্রামবাসী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে মণিপুরের পুলিশ।
পাঁচ জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করলেও এখনও পর্যন্ত তিনজন গ্রামবাসীর মৃতদেহ পাওয়া গিয়েছে। দুই জনের দেহ এখনও পাওয়া যায় নি। পুলিশ সেগুলির খোঁজ চালাচ্ছে। জঙ্গীদের খোঁজেও গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে যৌথ বাহিনী। পুলিশ মনে করছে এই কাজ করেছে কুকি জঙ্গীরা। এই মুহুর্তে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশের কমাণ্ডো, স্পেশ্যাল কমাণ্ডো, অসম রাইফেলস ও থৌবল পুলিশের কমাণ্ডোদের যৌথ বাহিনী।