আজ খবর (বাংলা), নৈহাটি, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 06/10/2021 : কাঁচরাপাড়া বিজেপিতে বড় ভাঙ্গন, প্রাক্তন 5 কাউন্সিলার ও কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।
দীর্ঘ দিন ধরেই বিজেপিতে ছিলেন মুকুল রায় ও তার পুত্র শুভ্রাংশু রায় বিজেপিতে যোগদানের পর প্রাক্তন বেশ কয়েকজন কাউন্সিলর বিজেপিতে দিয়েছিল । অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ফিরে আসেন মুকুল রায় ও প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়।
আজ কাঁচরাপারা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বীজপুর এর বিধায়ক সুবোধ অধিকারী ও তৃণমূল কংগ্রেসের যুব নেতা কমল অধিকারী উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ পাঁচ প্রাক্তন কাউন্সিলরের ও বিজেপি কর্মীর। তৃণমূলে যোগ দেন বিজেপির প্রাক্তন কাউন্সিলর মহাদেব বিশ্বাস, বনানী চক্রবর্তী, সুজাতা বিশ্বাস, অশোক যাদব ও রাজা রায়।
রিপোর্ট - সুরজিত আদক