আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 23/10/2021 : নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির ৩৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হল শুক্রবার শহরের বাবুপাড়া ক্লাব প্রাঙ্গণে ।
প্রদীপ প্রজ্জলন করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রদোষ কুসুম দাস, প্রতিষ্ঠাতা সদস্য দেবাশীষ লালা এবং সৌরেণ সেন । স্মৃতি মন্থন, ভবিষ্যতের সংকল্পের সাথে এদিন প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। উল্লেখ্য ১৯৮৮ সালের ২২শে অক্টোবর নেপালের মুক্তিনাথ ট্রেকিং-এ সফলতার পর নেপালের মুক্তিনাথ মন্দিরের প্রাঙ্গনেই ১০৫০০ ফুট উচ্চতায় এই ক্লাবের জন্ম হয়।
এদিনের অনুষ্ঠানে ক্লাব সকল সদস্যরা উপস্থিতি ছিলেন। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির সম্পাদক ভাস্কর দাস জানান, "গত ৩৩বছর ধরে এই সংস্থা জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বুকে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পর্বতারোহনের প্রসারে কাজ করে চলছে।"
উল্লেখ্য এই সংস্থার সদস্যরা হিমালয়ের বিভিন্ন দুর্গম পর্বত শৃঙ্গে জলপাইগুড়ির বিজয় পতাকা উড়িয়ে দিয়েছে।