আজ খবর (বাংলা), নামখানা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ, 18/10/2021 : টানা বর্ষণে ভেঙে পড়ল মাটির বাড়ি। দেয়াল চাপা পড়ে মৃত ১ মহিলা।
কয়েকদিনের টানা বর্ষণে ভেঙে পড়ল মাটির বাড়ি। আর মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম, বিজলী সাঁতরা (৫৫)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের রাজনগর দাসপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায় , আজ সোমবার সকালে অতি ভারী বর্ষণের ফলে মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । আর সেই মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো বিজলি সাঁতরার । এরপর স্থানীয় মানুষজন তাকে তড়িঘড়ি মাটির দেওয়াল সরিয়ে উদ্ধার করে। তবে অতি ভারী বৃষ্টির কারণে মাটির দেয়াল নরম হয়ে যাওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হয় গ্রামবাসীদের।
তবে স্থানীয় মানুষজন জানায় দীর্ঘক্ষন মাটির দেওয়াল চাপা পড়ে ছিলেন বিজলি সাঁতরা। তবে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় নামখানা থানার পুলিশ। তবে এমনই দুর্ঘটনা ঘটে যাওয়ায় শোকোস্তব্ধ গোটা পরিবার।
রিপোর্ট : নাজির শেখ