চীনের বিরুদ্ধে গর্জে উঠলেন ভারতের তিব্বতি মহিলারা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চীনের বিরুদ্ধে গর্জে উঠলেন ভারতের তিব্বতি মহিলারা

Share This

চীনের বিরুদ্ধে গর্জে উঠলেন ভারতের তিব্বতি মহিলারা


আজ খবর (বাংলা), ধরমশালা, হিমাচল প্রদেশ, 11/09/2021 :  তিব্বতের ওপর চীনের আগ্রাসন নীতির বিরুদ্ধে ফের একবার গর্জে উঠলেন তিব্বতি মহিলা এসোসিয়েশনের সদস্যেরা। আজ হিমাচলের ধরমশালায় তিব্বতি মহিলা এসোসিয়েশন তাদের 37 তম বর্ষপূর্তী পালন করল।

তিব্বতি মহিলা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তিব্বত্কে স্বাধীন করার লক্ষে যাঁরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের স্মৃতির উদ্দেশ্যে এবং শ্রদ্ধা জানাতেই তাঁরা আজকের বর্ষপূর্তী অনুষ্ঠানের আয়োজন করেছে। আত্মবলিদান দেওয়া তিব্বতের ঐ মানুষগুলির সর্বোচ্য আত্মত্যাগ বৃথা যাবে না। আজ তিব্বতের ওপর চীনা আগ্রাসনের কড়া নিন্দা ও সমালোচনা করেন ভারতে থাকা তিব্বতি মহিলারা।

1950 সালে চীন তিব্বত্কে আক্রমণ করে দখল করে নিয়েছিল। এরপরেও চীনা সেনাদের সাথে তিব্বতিদের সংঘর্ষ বেঁধেছিল 1959 সালে । সেই সময় বহু তিব্বতি প্রাণ দিয়েছিলেন। সেইসময় চীনা সেনার নৃশংস অত্যাচারের সাক্ষী থেকেছিল তিব্বতিরা।

চীনা সেনার হাতে ক্ষমতা হারিয়ে সেই সময় 14তম দলাই লামা তিব্বত ছেড়ে ভারতে পালিয়ে এসেছিলেন। ভারত সেই সময় দলাই লামাকে আশ্রয় দিয়েছিল। বর্তমানে ধরমশালায প্রায় 10 হাজারটিববতি বাস করেন। তিব্বত থেকে পালিয়ে যাওয়া  1 লক্ষ 60 হাজার তিব্বতি গোটা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন বর্তমানে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages