বেহালায় ফের গলা কেটে খুন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বেহালায় ফের গলা কেটে খুন

Share This

বেহালায় ফের গলা কেটে খুন


আজ খবর (বাংলা), হরিদেবপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ, 11/09/2021 : আবারও বেহালায় গলা কেটে খুন।ঘটনাস্থল বেহালা হরিদেবপুর থানার অন্তর্গত চক রামনগরে। 

যেমনটা জানা যাচ্ছে, তপন দে বয়স(55) লেদ কোম্পানির মালিক তিনি একাই কাজ করতেন এই কারখানায়। গতকাল রাত্রে যখন 11টা বেজে যায় তপনবাবু বাড়িতে না যাওয়ায় তপনবাবু স্ত্রী কারখানার পাশেই বাপের বাড়িতে ফোন করে তখনই বাপের বাড়ির লোকজন কারখানায় গিয়ে দেখে রক্তাক্ত গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছে তপনবাবু। 


তখনই তড়িঘড়ি করে হরিদেবপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ। এর পাশাপাশি ঘটনাস্থলে আসেন লালবাজারের হোমিসাইড এবং নিয়ে আসা হয় স্নিপার ডগ। তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।

হরিদেবপুর গলার নলিকাঁটা দেহ উদ্ধার ঘটনায়, এটা খুন না আত্মহত্যা সেটাই খতিয়ে দেখছে পুলিশ।  ৫জন কে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages