আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 18/09/2021 : এই মুহুর্তে সবচেয়ে বড় খবর হল বিজেপিকে জোর ধাক্কা দিয়ে এবার বাবুল সুপ্রীয় তৃনমুল কংগ্রেসে যোগ দিলেন।
বেশ কিছুদিন ধরেই তৃণমূলের শীর্ষ নেতারা বলছিলেন যে বিজেপির বেশ কিছু বিধায়ক ও সাংসদেরা তৃনমুলের সাথে যোগাযোগ রাখছেন। সেই বক্তব্যকেই সত্যি প্রমান করে আজ বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রীয় ক্যামাক ষ্ট্রীটে গিয়ে অভিষেক ব্যানার্জির অফিসে গিয়ে তৃণমূলে যোগ দিলেন।
এই মুহুর্তে তৃণমূল কংগ্রেস গোটা দেশেই নিজেদের সংগঠনকে বিস্তার করার কাজে মন দিয়েছে। সেই কাজে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রীতিমত মুন্সিয়ানা দেখিয়ে চলেছেন অভিষেক ব্যানার্জি। আজ বাবুল সুপ্রীয়কে তৃণমূলে যোগদান করানোটা অভিষেকের আরও একটা সাফল্য বলে মেনব নিতেই হবে রাজনৈতিক মহলকে। এর আগে মুকুল রায়কেও যোগদান করানোর পিছনে অভিষেকের সাফল্য দলকে আরও চাঙ্গা করেছে। শুধু তাই নয় যেভাবে ত্রিপুরাতে অভিষেক দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন, সেটাও যথেষ্ট শক্তি যোগাচ্ছে তৃণমূল কংগ্রেসকে।