বাজারে প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযান চালানো হল রায়গঞ্জে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বাজারে প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযান চালানো হল রায়গঞ্জে

Share This

বাজারে প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযান চালানো হল রায়গঞ্জে


আজ খবর (বাংলা), রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, 12/09/2021 : নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিব্যাগ অভিযান চালালো রায়গঞ্জ পুরসভা। 

রায়গঞ্জ শহরের বিভিন্ন বাজার ও দোকানগুলোতে ক্রেতা ও বিক্রেতা উভয়েই যাতে নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিবাগ ও নিষিদ্ধ থার্মোকলের থালা বাটি গ্লাস ব্যাবহার ও বিক্রি না করে সেজনই এদিন সচেতনতামূলক অভিযান চালালো রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ।  পুরসভার এই অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস,  চেয়ারম্যান ইন কাউন্সিল বরুন ব্যানার্জি, চেয়ারম্যান ইন কাউন্সিল সাধন বর্মন সহ পুর আধিকারিকগন।


করোনা আবহে লকডাউন চলাকালীন বাজার হাট খোলা থাকলেও সাধারন মানুষের অসুবিধা যাতে না হয় সেজন্য তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা এতদিন ধরে বন্ধ রেখেছিল নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিব্যাগ অভিযান। পুরসভার সাময়িক অভিযান বন্ধ থাকার কারনে আবারও বাজারে ছেয়ে গিয়েছে নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিব্যাগ। আর সেকারনেই রবিবার রায়গঞ্জ শহরের বিভিন্ন বাজারে ক্রেতা বিক্রতাদের নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিব্যাগ ব্যাবহার না করার জন্য সচেতন করার জন্য অভিযান চালালো রায়গঞ্জ পুরসভা। 

রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন,  করোনা আবহের কারনে এতদিন এই অভিযান বন্ধ রাখা হয়েছিল। আজ বিভিন্ন বাজারে ক্রেতা বিক্রেতাদের সচেতন করার জন্য সচেতনতামূলক অভিযান চালানো হল। এদিনের অভিযান চালিয়ে বাজার থেকে নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিব্যাগ ও নিষিদ্ধ থার্মোকলের থালা বাটি গ্লাস বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন কাউকেই কোনও জরিমানা করা হয়নি। 

তবে এরপর থেকে যদি কোনও ক্রেতা বা বিক্রেতা এই নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিব্যাগ বিক্রি বা ব্যাবহার করে তাহলে জরিমানা ধার্য্য করা হবে। রায়গঞ্জ শহরের ক্রেতা থেকে বিক্রেতা সকলেই রায়গঞ্জ পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। 

রিপোর্ট : সুতপা পোদ্দার

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages