আজ খবর (বাংলা), তারাতলা, কলকাতা, পশ্চিমবঙ্গ, 11/09/2021 : বেহালার কাছে তারাতলা এলাকায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
আজ সকালে তারাতলার কাছে একটি গোডাউনে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলি দেখতে পেয়েই স্থানীয় মানুষ দমকলে খবর দেয়। সম্ভবত ঐ গোডাউনে দাহ্য পদার্থ ছিল, যার ফলে নিমেষে আগুন বড় আকার ধারণ করে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।
এর আগেও তারাতলার গোডাউন এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আজ্কের অগ্নিকাণ্ড ভয়াবহ আকার নিতে খুব বেশি সময় নেয় নি। নিমেষে ঘটনাস্থলে দমকল পৌঁছে যায়। এই মুহুর্তে দমকলের 10 টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। কিভাবে ঐ গোডাউনে আগুন লাগল, তা জানা যায় নি। অগ্নিকাণ্ডের জেরে হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায় নি। বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।
আজ খবর : আপডেট - তারাতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। তারা তলার একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে শনিবার সকাল 10:30 নাগাদ। স্থানীয় বাসিন্দারা প্রথম গুদামঘর গুলি থেকে আগুন বের হতে দেখে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর দেওয়ার আধঘন্টা পরে দমকল বাহিনী এসে পৌঁছায়। ততক্ষণে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে পাশের ঘর গুলিতে। ইতিমধ্যে 20টি গুদাম ঘরে আগুন লেগে গিয়েছে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে। হোস পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। তবে ইতিমধ্যে ফায়ার বল আনার চেষ্টা করা হচ্ছে। নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার মধ্যে ঝোড়ো হাওয়া দিচ্ছে। এর ফলে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে বেগ পেতে হচ্ছে। সমস্ত রাস্তাঘাট ইতিমধ্যে তারা তলায় বন্ধ করে দেওয়া হয়েছে।
তারাতলার ময়লা ডিপোতে পর পর ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া -এর বেশ কিছু গোডাউন রয়েছে। শনিবার সেখানেই আগুন লাগে। ঘণ্টাখানেকের মধ্যে সাত থেকে আটটি গোডাউনে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে শুরু করে সেটি। এই গোডাউনগুলির মধ্যে কোথাও কোথাও বৈদ্যুতিন সামগ্রীও মজুত রয়েছে। ফলে এই আগুন লাগার ফলে দাহ্য বস্তুগুলি জ্বলতে শুরু করে। ক্রমেই ভয়াবহ রূপ নেয় এই আগুন।
আগুন নেভাতে গিয়ে নাকাল হতে হয় দমকলকর্মীদের। কারণ, আবহাওয়াও প্রতিকূল। বৃষ্টি নামলেও সঙ্গে হাওয়ার দাপট থাকায় আগুন ছড়িয়ে পড়ে সহজেই। সিভিল ডিফেন্স ও দমকল কর্মীরা যৌথ ভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।
তারাতলায় এফসিআই-এর যে গোডাউনে আগুন লেগেছে, সেখানে বন্দরের বিভিন্ন সামগ্রী মজুত রয়েছে। কী ভাবে এই আগুন লাগল তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয়। এলাকায় ঢোকার বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু এই গোডাউনে প্রচুর দাহ্য বস্তু মজুত, তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। যে এলাকায় এই আগুন লেগেছে, তার আশেপাশে কোনও বাড়ি নেই ঠিকই। তবে যেহেতু শতাধিক গোডাউন রয়েছে এই চত্বরে, স্বভাবতই বাড়ছে উদ্বেগ।
রিপোর্ট : সুব্রত রায়