মাঠে নাচে মহিলারা ! আইপিএল দেখানো বন্ধ আফগানিস্তানে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মাঠে নাচে মহিলারা ! আইপিএল দেখানো বন্ধ আফগানিস্তানে

Share This

মাঠে নাচে মহিলারা ! আইপিএল দেখানো বন্ধ আফগানিস্তানে


আজ খবর (বাংলা), কাবুল, আফগানিস্তান, 21/09/2021 : ক্রিকেট মাঠে মহিলা দর্শক কেন ? মহিলারা ক্রিকেট মাঠে নাচে কেন? মূলত এই দুই প্রশ্ন তুলেই আফগানিস্তানে আইপিএল দেখানো নিষিদ্ধ করল তালিবান শাসকরা।

গত রবিবার দুবাইতে শুরু হয়েছে ইণ্ডিয়ান প্রিমিয়ার লিগ 2021; প্রথম ম্যাচটি খেলতে নামে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইণ্ডিয়ান্স। টি20 ফরম্যাটে আইপিএল উপভোগ করেন গোটা পৃথিবীর ক্রিকেট প্রেমীরা। আফগানিস্তানেও দেখানোর কথা ছিল আইপিএল-এর ম্যাচগুলি।

আইপিএল সম্পর্কে তালিবান শাসকরা প্রশ্ন তুলে বলেছে, "এই ম্যাচে মহিলারা মাঠে গিয়ে খেলা দেখে। স্টেডিয়ামে সকলের সঙ্গে একসাথে বেস খেলা দেখে। কিছু মহিলা আবার মাঠে নাচানাচি করে। এসব ভয়ংকর !! এই সব শো আফগানিস্তানে চলবে না।"

মূলত তালিবানি আপত্তিতেই আফগানিস্তানে আইপিএল দেখানো নিষিদ্ধ ঘোষনা করে দেওয়া হয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages