রেশন সামগ্রী কারচুপি করে বাইরে বিক্রি করতে গিয়ে ধৃত ডিলার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রেশন সামগ্রী কারচুপি করে বাইরে বিক্রি করতে গিয়ে ধৃত ডিলার

Share This

রেশন সামগ্রী কারচুপি করে বাইরে বিক্রি করতে গিয়ে ধৃত ডিলার


আজ খবর (বাংলা), ইটাহার, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, 24/09/2021 : রেশন সামগ্রী গ্রাহকদের কম দিয়ে চাল,গম রেশন ডিলার বাইরে বিক্রির অভিযোগে চাঞ্চল্যকর ছড়ালো ইটাহারে। 

এদিন ঘটনাটি ঘটে ইটাহার থানার সুরুন এক অঞ্চলের ডাম ডলিয়া গ্রামে, জানা গেছে এলাকার রেশন ডিলার সামসুদ্দিন আহমেদ দীর্ঘ দিন ধরেই রেশন সামগ্রী প্রত্যেক গ্রাহক কে কম দেয়, এবং আজকে রেশন সামগ্রী  গমের বস্তা বাইরে বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ।

স্হানীয় বাসিন্দা আব্দুল মজিদ অভিযোগ এলাকার রেশন ডিলার সামসুদ্দিন আহমেদ আমাদের গ্রামের সাধারণ মানুষকে রেশন সামগ্রী যা পাওয়ার কথা গ্রাহকরা তাঁর থেকে ওজনে কম দিয়ে আসছে চাল,গম দীর্ঘ দিন ধরেই কম দিয়ে আসছে, কিন্তু আমাদের কথা কোন কণ'পাত করে নি, আজকে দেখা যাচ্ছে রেশন সামগ্রী  গম প্রায় ৪০ কুইন্টাল, রেশন ডিলার রেশন গোডাউন থেকে বের করে গাড়ি করে বাইরে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দিলে, গ্রামের বাসিন্দারা সেই রেশন সামগ্রী গাড়ি আটক করা হয়। 

এদিন ডাম ডলিয়া গ্রামে রেশন সামগ্রী গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে য়ায় ইটাহার থানার পুলিশ বাহিনী সহ ইটাহার ব্লক খাদ্য দপ্তরের আধিকারিক গন। অবশেষে পুলিশ প্রশাসন ও খাদ্য দপ্তরের তরফে গ্রাম বাসিন্দাদের আশ্বস্ত করে ও  রেশন সামগ্রী গম বোঝাই গাড়ি আটক করে ইটাহার থানায় নিয়ে যায় পুলিশ। ইটাহার ব্লক খাদ্য দপ্তরের আধিকারিক সঞ্জিব দাঁ বলেন, "বিষয়টি জানার পর ঘটনাস্থলে যাওয়া হয় এবং দেখেছি তা, সরকারী নিয়ম অনুযায়ী তদন্ত করা হচ্ছে, পুলিশ মাল বোঝাই গাড়ি আটক করেছে।"

রিপোর্ট : সুতপা পোদ্দার

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages