আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 08/09/2021 : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী আজ বিজেপির রাজ্য দপ্তরে আসেন । তিনি বিজেপির অন্যতম নেত্রী তথা একদা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও এমপি।
সাংবাদিকদের তরফে ভবানীপুর কেন্দ্রে ভোটের লড়াই করার জন্য বিজেপির রাজ্য দপ্তর থেকে যে ফোন তাঁর কাছে গিয়েছিল, সে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, "দল যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে অবশ্যই দায়িত্ব পালন করব।" পাশাপাশি তিনি আরো বলেন, "শাসক যখন স্বৈরাচারী হয়ে ওঠে, তখন গণতন্ত্রর গলা টিপে ধরে, সেই পেক্ষাপটে নন্দীগ্রামের মানুষ একবার বুঝিয়ে দিয়েছে ওনাকে গণতন্ত্রই শেষ কথা। কলকাতার মানুষ শিক্ষিত মানুষ তাদের কাছে চাওয়া পাওয়ার কিছু নেই তাই আমাদের ভবানীপুর কেন্দ্রের মানুষজনের কাছে অনুরোধ, আরেকবার সুযোগ এসেছে বুঝিয়ে দিন।"
এর পাশাপাশি তিনি দাবি করেন গত 32 বছর যাবত দলের সংগঠনের সাথে যুক্ত বর্তমানে দলের সংগঠনের তরফ থেকে আমাকে দায়িত্ব দিলে আমি সেটা পালন করবো।
রিপোর্ট : জয় গুহ