![]() |
শান্তিপুরে দুয়ারে রেশন কর্মসূচী |
আজ খবর (বাংলা), জলপাইগুড়ি ও শান্তিপুর, পশ্চিমবঙ্গ, 15/09/2021 : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি মত এবার বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গেল জলপাইগুড়িতে। দুয়ারে রেশন
প্রকল্পের মধ্য দিয়ে বুধবার পরীক্ষামূলকভাবে পুরসভার৯ নম্বর ওয়ার্ডে রেশন দেওয়ার কাজ শুরু করা হয়েছে।
মমতা ব্যানার্জি দীর্ঘদিন আগেই ঘোষণা করেছিলেন, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কথা। সাধারণ মানুষকে ঘরে ঘরে রেশনের সুবিধে পৌঁছে দিতে তিনি চালু করেন দুয়ারে রেশন প্রকল্প। এদিন জলপাইগুড়িতে পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রকল্প চালু করা হয়। জলপাইগুড়ি শহরের পুরসভা এলাকায় ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষের হাতে তুলে দেওয়া হয় রেশন। এতদিন ওই এলাকার সমস্ত মানুষকেই রেশন দোকানে গিয়ে রেশন সংগ্রহ করতে হত। এবার ঘরের কাছে রেশন পৌঁছে দেওয়ায় সকলেই খুব খুশি।
![]() |
জলপাইগুড়িতে দুয়ারে রেশন কর্মসূচী |
স্থানীয় বাসিন্দারাও এতে দারুনভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মানুষের পরিশ্রম ও সময় দুটোই বাঁচবে।
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় শান্তিপুর পৌরসভার ঐকান্তিক প্রচেষ্টায় খাদ্য ও সরবরাহ দপ্তরের সহযোগিতায় আজ থেকে চালু হলো দুয়ারে রেশন প্রকল্পের কর্মসূচী শান্তিপুর পৌর-এলাকায়।উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার প্রশাসক মাননীয় সুব্রত ঘোষ, সহ পৌরপ্রশাসক মাননীয় শুভজিৎ দে সহ বোর্ড অফ মেম্বারের সদস্য শাহাজান সেখ,বাসনা মঠ।