বাবুল কেন তৃণমূলে ? নিজেই বললেন সাংবাদিকদের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বাবুল কেন তৃণমূলে ? নিজেই বললেন সাংবাদিকদের

Share This

বাবুল কেন তৃণমূলে ? নিজেই বললেন সাংবাদিকদের


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 19/09/2021 : বাবুল সুপ্রীয় পদ্ম ফুল ছেড়ে ঘাস ফুলে যুক্ত হলেন। প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। 

কিন্তু কোন অঙ্কে তিনি বিজেপি ছাড়লেন, কেন তিনি যোগ দিলেন তৃণমূলে ? এই প্রশ্ন সকলের মনেই ব্যাপকভাবে উঠে এসেছে।

বাবুল সুপ্রীয়র বক্তব্য, বিজেপিতে তিনি তাঁর ইনিংস অসম্পূর্ণ রেখে এগচ্ছিলেন। যাকে ক্রিকেটের ভাষায় রিটায়ার্ড হার্ট বলে। তিনি তাঁর কাজ কর্ম অধরা রেখে দিতে একরকম বাধ্য হচ্ছিলেন। মানসিকভাব্র সেটা তিনি মেনে নিতে পারছিলেন না। ঠিক তখনই তৃণমূল কংগ্রেস তাঁকে এমন কিছু প্রস্তাব দেয়, যা তাঁর মনে যথেষ্ট প্রভাব ফেলেছে। তাঁর মনে হয়েছে তৃণমূলে যোগ দিলে মানুষের জন্যে তিনি যে কাজ করতে চেয়েছিলেন, তা নিশ্চিতভাবে করতে পারবেন। তাই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন।

গত বিধানসভা ভোটের আগে তিনি মমতা ব্যানার্জি ও তৃণমূলকে কটাক্ষ করে গান বেঁধেছিলেন। এছাড়াও তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক কটাক্ষ করেছিলেন। সেই বিষয়ে সংক্ষেপে বাবুল বলেন সেটা তিনি আবেগের বশবর্তী হয়ে করেছিলেন। রাজনীতিতে কেউ কারোর শত্রু হয় না। প্রেম এবং যুদ্ধে সব কিছুই চলে।

আজ ক্যামাক ষ্ট্রীটে সেরাটন হোটেলে সাংবাদিক বৈঠকে বাবুল বলেন, "অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। আমি প্রথম একাদশে খেলতে চাই। রিটায়ার্ড হার্ট হয়ে বেস থাকতে চাই না। মন্ত্রী থাকাকালীন বাংলার জন্যে অনেক কিছু করেছি। আশা করি তৃণমূলে যোগ দিয়ে বাংলার জন্যে আরও অনেক কিছু করতে পারব।"

এদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির আরও এক সাংসদ। পুর্ব বর্দ্ধমানের সাংসদ সুনীল মন্ডলও পদ্ম শিবির ছেড়ে যোগ দিলেন ঘাস ফুল শিবিরে। এর ফলে বিজেপির সাংসদের সংখ্যা কমে হল 15; সুনীল মন্ডল 2020 সালে অমিত শাহের জনসভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages