সীমান্ত পার করতে যেতেই বিএসএফ ধরল গরু চোরাচালানকারীকে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সীমান্ত পার করতে যেতেই বিএসএফ ধরল গরু চোরাচালানকারীকে

Share This

সীমান্ত পার করতে যেতেই বিএসএফ ধরল গরু চোরাচালানকারীকে


আজ খবর (বাংলা), মালদহ, পশ্চিমবঙ্গ, 03/09/2021 : BSF এক জন বাংলাদেশী চোরাকারবারীকে গ্রেফতার করে এবং চোরাকারবারির কাছ থেকে দুটি গরু উদ্ধার করে।

৭৮ ব্যাটালিয়ন  সীমান্তরক্ষী বাহিনীর সীমান্ত চৌকি  নিমতিতার জওয়ানরা গোপন সুত্রে খবর পেয়ে গত 1 তারিখে মধ্যরাতে আনুমানিক ২ টো ২৫ মিনিট নাগাদ একজন চোরাচালানকারীকে ২ টি গবাদি পশুসহ আটক করতে সফল হন। যখন পাচারকারী  গঙ্গা নদীর তীব্র গতির সূযোগ নিয়ে ২ টি গবাদিপশুকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে  নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই সময়ই তাকে ধরে ফেলেন বিএসএফের জওয়ানরা।

গ্রেফতারকৃত পাচারকারীর নাম মোহাম্মদ সুমন রেজা,

বাড়ি থুটাপাড়া, ডাকঘর - সাহাপাড়া, থানা - শিবগঞ্জ, জেলা - চাঁপাইনবাবগঞ্জ (বাংলাদেশ)।

জিজ্ঞাসাবাদের সময়, বাংলাদেশী চোরাচালানকারী জানায় যে সে আনুমানিক ০৬ মাস আগে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে  গ্রাম - মদনা, তার মামার কাছে(আওরঙ্গবাদ, নিমতিতা ) এসেছিল যেখানে সে রাজমিস্ত্রির কাজ করত ।  এরপর ২৯ আগস্ট, একজন চোরাচালানকারী দিলবার শেখের সাথে দেখা করে এবং ১ সেপ্টেম্বর, দুটি গবাদি পশু নিয়ে  পাচার করার পরিকল্পনা করে। সীমান্তের কাছে এসে যখনই গবাদিপশুগুলিকে নদীতে নামায় তখনই সীমা সুরক্ষা বাহিনীর জওয়ানরা  তাকে ধরে ফেলে।

জিজ্ঞাসাবাদের সময়, চোরাচালানকারী জানায় যে দুটি গবাদি পশু পার হওয়ার পরে তার ২৫০০০/-  টাকা পাওয়ার কথা ছিল। সে বলে যে এই গরুগুলি তার  বাংলাদেশের থুটাপাড়া গ্রামেরই,  বকুল নামে একজনকে দেওয়ার কথা ছিল।

বাংলাদেশী চোরাচালানকারিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বিএসএফ কর্তৃক  থানা শেমশেরগঞ্জের কাছে হস্তান্তর করা হবে।

বিএসএফ এর , ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার (৭৮ ব্যাটালিয়ন) রাহুল  ,তাঁর জওয়ানদের সাফল্যের জন্য আনন্দ প্রকাশ করেছেন, যার ফলে ১জন  চোরাচালানকারিকে ধরা হয়েছে এবং ২ টি গবাদি পশু উদ্ধার করা হয়েছে। তিনি বলেছেন যে এটি কেবলমাত্র দায়িত্ব পালনরত তার জওয়ানদের সতর্কতার কারণে সম্ভব হয়েছে।

রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages