আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 12/09/2021 : শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী ২নং গ্রামের পূর্ব ধনতলা গ্রামের বাসিন্দা মজিবুল হক। তিনি পেশায় ব্যবসায়ী।
শখ করে দুটি মহিষ বাজার থেকে কিনে এনেছিলেন। বাইপাস লাগোয়া ক্যানাল রাস্তার কাছে ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখে দিয়েছিলেন। বিকেল নাগাদ গিয়ে দেখেন মহিষ দুটি নেই। হারিয়ে যায় মহিষ দুটি।
এতে ভেঙে পড়েছেন মুজিবুল ও তার পরিবার। এ ব্যাপারে তিনি নিউ জলপাইগুড়ি থানায় মৌখিকভাবে জানিয়েছেন।
মজিবুল বাবু মহিষদুটি কোথাও খুঁজে না পাওয়ায় অবশেষে পুরস্কার ঘোষণা করলেন। কেউ মহিষ দুটির হদিস দিতে পারলে মিলবে ১০ হাজার টাকা পুরস্কার।
মোষ হারিয়ে বেজায় মন খারাপ মজিবুলের। তিনি সবাইকে অনুরোধ করেছেন, দাবিদার হীন মহিষ দেখলেই তাঁকে যেন ফোন করা হয়। তিনি নিজের দুটি নম্বর দিয়েছেন, সেগুলি হল - 6294404499 ও 6294585950;