আজ খবর (বাংলা), রায়না, পুর্ব বর্দ্ধমান, পশ্চিমবঙ্গ, 16/09/2021 : বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগল একটি বাইকের। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক চালকের। অপর বাইক সওয়ারি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
পূর্ব বর্ধমান জেলার রায়না থানার ধারান শীবতলা বাসট্যাণ্ডে বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয় দুই বাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার পৌনে এগারোটা নাগাদ ওই এলাকায় দ্রুতগামী একটি বাইক দুজন আরোহীকে নিয়ে সরাসরি বাসের সামনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দুজন। বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
গুরুতর জখম দুজনকে রায়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর বাইক আরোহীর চিকিত্সা চলছে।বাসটিকে আটক করেছে রায়না থানার পুলিশ।
রিপোর্ট : কল্যাণ দত্ত : পূর্ব বর্ধমান