আজ খবর (বাংলা), পাটনিটপ, জম্মু ও কাশ্মীর, 21/09/2021 : জম্মু ও কাশ্মীরের উধমপুরের কাছে হেলিকপটার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল দুই সেনা জওয়ানের।
জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার পাটনিটপ এলাকায় ইণ্ডিয়ান আর্মির দুই তরুন পাইলট চিতা হেলিকপটার চালানো শিখছিলেন। সকাল সাড়ে দশটা বা পৌনে এগারোটা নাগাদ পাটনিটপের ওপর ঘন কুয়াশা ছিল। সেই সময় হেলিকপটার ল্যান্ড করতে গিয়ে ক্র্যাশ করেন।
মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় গ্রামবাসীরা। তাঁরাই দুই পাইলটকে ভেঙ্গে পড়া হেলিকপটার থেকে উদ্ধার করে আনেন। এর মধ্যেই সেখানে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনী। দ্রুত দুই পাইলটকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয় নি। কর্তব্যরত অবস্থায় দুই জওয়ানই আজ শেষ নিশ্বাস ফেলেন।
দেশের জন্যে সর্বোচ্য বলিদান দিলেন মেজর রোহিত কুমার ও মেজর অনুজ রাজপুত। সেনাবাহিনী আজ তাঁদের গান স্যাল্যুট জানিয়েছে।