আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 20/09/2021 : সিএবি আয়োজিত টি20 টুর্নামেন্টে নজির গড়লেন বাংলার দুই উদীয়মান ক্রিকেটার।
করোনা আবহে দীর্ঘ দিন খেলা বন্ধ থাকার পর সি এ বি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া , সচিব স্নেহাশিষ গাঙ্গুলী , যুগ্ম সচিব দেবব্রত দাস ও সি এ বির বিভিন্ন কর্ম কর্তা দের উদ্যোগে বাই জুস নামক সংস্থার সহযোগিতায় শুরু হল টি টোয়েন্টি টুর্নামেন্ট। ইডেনের বুকে করোনার পর এই রকম টুর্নামেন্ট অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে ।
বাংলার কিংবদন্তী খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করে। এই টুর্নামেন্টে অন্যতম নজির গড়ে বাংলার দুই ক্রিকেটার সুদীপ চ্যাটার্জি ও ঋত্বিক চ্যাটার্জি। যাঁরা দুই জনেই সি এ বির বর্তমান আম্পায়ারস্ কমিটির সদস্য প্রসেনজিত ব্যানার্জি র ছাত্র। দুই জনেই তাঁর হাতে গড়া মধ্যমগ্রামের সৃষ্টি ক্রিকেট একাডেমি থেকে উঠে এসেছেন। এই দুই জনেই বর্তমান বাংলার রঞ্জি দলের অন্যতম খেলোয়াড়। সুদীপ ব্যাটিং এ ও ঋত্বিক বোলিং এ অন্যতম সফলতা অর্জন করেছেন এই টুর্নামেন্টে ।