মজুরী বৃদ্ধির দাবীতে কল্যাণীর ইণ্ডিয়ান অয়েল প্ল্যাণ্টে কর্মবিরতি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মজুরী বৃদ্ধির দাবীতে কল্যাণীর ইণ্ডিয়ান অয়েল প্ল্যাণ্টে কর্মবিরতি

Share This

মজুরী বৃদ্ধির দাবীতে কল্যাণীর ইণ্ডিয়ান অয়েল প্ল্যাণ্টে কর্মবিরতি


আজ খবর (বাংলা), কল্যানী, নদীয়া, পশ্চিমবঙ্গ, 03/09/2021 :  বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি কল্যাণীর ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে।

কল্যাণীর ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে মজুরি বৃদ্ধির দাবিতে চলছে কর্মবিরতি। শুক্রবার সকাল থেকে এই প্ল্যান্টের প্রায় ৬০০ শ্রমিক এই কর্মবিরতিতে যোগ দিয়েছে। মূলত আউটসাইড লোডিং-আনলোডিং শ্রমিক ও গাড়িরচালকরা  কর্মবিরতি পালন করছে। যার জেরে কল্যাণীর ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেছে।


আন্দোলনরত শ্রমিকদের মূল দাবি, বেতন বৃদ্ধি। প্রসঙ্গত, ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ লোডিং-আনলোডিং শ্রমিকদের এই কাজের জন্য বেতন দেন ২৯৬ টাকা। যা দিয়ে বর্তমান পরিস্থিতিতে জীবননির্বাহ করা সম্ভব নয়। তাঁদের দাবি অবিলম্বে বেতন বাড়াতে হবে।

রিপোর্ট : দেবকল্প রায়

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages