আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 20/09/2021 : বেশ কিছুদিন ধরেই জলপাইগুড়িতে বানরের উপদ্রব শুরু হয়েছে। এর আগে শিরিষতলা সংলগ্ন এলাকায় বানর দেখা গিয়েছিল। এবার একে বারে তিস্তা করলা স্পার এলাকায় শুরু হয়েছে এই বানরদের উপদ্রব। কারোর বাড়ির চালে, কারো গাছে, ইলেক্ট্রিকের তারে এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে বানরের দল। কেউ হয়্ত ভালোবেসে খেতে দিচ্ছে, কেউ হয়ত ঢিল মেরে তাড়াচ্ছে।
বনাঞ্চলে খাদ্যের অভাবের কারণেই হয়ত এমনটা হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে। খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে আসতে শুরু করেছে এই বানরকুল।
তবে ছুটির দিন হওয়ায় তাদের এই খেলার দৃশ্য দেখতে অনেকেই ভীড় জমালেন এদিন স্পার এলাকায়। এ গাছ থেকে ওগাছ, ত্রিফলার বাতি ইত্যাদির ওপর দিয়ে তাদের লম্ফ ঝম্ফ দেখতে পেয়ে খুশি পর্যটক থেকে শুরু করে এলাকার খুদেরা।