পাহাড়ে ফের নতুন রাজনৈতিক দল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পাহাড়ে ফের নতুন রাজনৈতিক দল

Share This

পাহাড়ে ফের নতুন রাজনৈতিক দল


আজ খবর (বাংলা), দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 09/09/2021 : অবশেষে পাহাড়ে নতুন রাজনৈতিক দল গঠন করা হল। নতুন রাজনৈতিক দলের নামকরণ করা হল  ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। 

বিনয় তামাং গোর্খা জনমুক্তি মোর্চা ২ থেকে পদ ত্যাগের পর পাহাড় জুড়ে জল্পনা ওঠে অনীত থাপা তৈরি করতে পারে নতুন রাজনৈতিক দল। তবে তখন অনিত পন্থীরা সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে এমন কোনো বিষয় নিয়ে অস্বীকার করলেও গত মাসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনিত থাপা নিজেই জানান দেয় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পাহাড়ে হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরন।

 বৃহষ্পতিবার দার্জিলিংয়ের জিমখানায়  অনিত অনুরাগীদের নিয়ে ঘোষণা হয় পাহাড়ের রাজনীতিতে এক নতুন রাজনৈতিক দলের কথা। 'ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা' নামেই নতুন রাজনৈতিক দল আত্ম প্রকাশের কথা। 



পাশাপাশি এদিনই ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দলীয় পতাকার উদ্বোধন করা হয়। দলের সভাপতি থাকছেন অনিত থাপা নিজেই। তবে দেখার বিষয় পাহাড়ের রাজনীতিতে এই নতুন রাজনৈতিক দলকে পাহাড়ের মানুষ কতখানি গ্রহণ করে।

রিপোর্ট : ভাস্কর বাগচি 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages