বৃষ্টি হবে আগামীকালও, জলও জমে যেতে পারে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বৃষ্টি হবে আগামীকালও, জলও জমে যেতে পারে

Share This

বৃষ্টি হবে আগামীকালও, জলও জমে যেতে পারে
জমা জলে পথে সাংসদ সৌগত রায়


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 20/09/2021 :  জোড়া ঘূর্ণাবর্তের জেরে আজ দক্ষিণ বঙ্গের উপকূলবর্তী ও অন্যান্য জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টিপাত হওয়ার জন্যে বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছে। 


কলকাতাতেও গতকাল রাত্রি থেকে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছিল। যার ফলে আজ সপ্তাহের প্রথম দিনেই কর্মব্যস্ত শহরকে রীতিমত দুর্ভোগে পড়তে হয়েছে। সমস্যায় পড়তে হয়েছে অফিসযাত্রী ও নিত্য যাত্রীদের। কলকাতার বিভিন্ন রাস্তায় আজ জল দাঁড়িয়ে গিয়েছিল। সেই জমা জল ঠিক সময়ে বের করতে নাজেহাল অবস্থা হয়েছিল পুরকর্মীদের। কিন্তু সন্ধ্যেবেলাতেও বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

         জলমগ্ন খড়গপুর স্টেশনে যাত্রীদের দুর্ভোগ 

রাস্তায় প্রচুর জল দাঁড়িয়ে থাকায় ট্রাফিকও খুব ধীর গতিতে চলতে থাকে। অফিস ফেরত মানুষকে হাঁটু জলে নাজেহাল হয়ে চরম দুর্ভোগে পড়তে দেখা যায়। 

আগামীকালও বৃষ্টি হতে পারে বলে এক সতর্কবার্তায় জানিয়েছে রাজ্য সরকার। একটি বার্তায় জানানো হয়েছে আগামীকাল কলকাতার বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং আগামীকালও বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই নিত্যযাত্রী ও অফিসযাত্রীদের সতর্ক করে বলা হয়েছে, তাঁরা যেন এমন রাস্তা ব্যবহার না করেন যে সব রাস্তায় জল জমে যেতে পারে।

ভিডিও - মৌসুমি দেওয়ানজি

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages