কোনো পরিকল্পনা নেই সরকারের, জল তো জমবেই : দিলীপ ঘোষ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কোনো পরিকল্পনা নেই সরকারের, জল তো জমবেই : দিলীপ ঘোষ

Share This

কোনো পরিকল্পনা নেই সরকারের, জল তো জমবেই : দিলীপ ঘোষ


আজ খবর (বাংলা), ইকো পার্ক, কলকাতা, পশ্চিমবঙ্গ, 25/09/2021 : আজ সকালে ইকো পার্কে মর্নিং ওয়াক করতে এসে বৃষ্টির জমা জল ও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নাগরিকদের মৃত্যু নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।




নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । জমা জলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে রাজ্যে একাধিক মৃত্য। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "যে ধরনের বৃষ্টি হয়েছে জল জমবে। দিনকে দিন জল বেশি জমবে। কারন ড্রেন বন্ধ, পরিস্কার করা হয় না ; আর যত ফাঁকা জায়গা ছিল, পুকুর ছিল সেগুলো বুজিয়ে দেওয়া হয়েছে। সিপিআইএম আমল থেকে শুরু হয়েছিল এইধরনের সিন্ডিকেট প্রমোটিং আর তাতে যত ফাঁকা জমি ছিল এমনকি খালের ওপরও বাড়ি হয়ে যাচ্ছে এমনকি সেই জায়গা গুলো বিক্রি করে দিচ্ছে, পাট্টা দিয়ে দিচ্ছে বেআইনি ভাবে; ফলে জল বেরোবারও জায়গা নেই দাঁড়াবার জায়গা নেই। তাই একটু বেশি বৃষ্টি হলে যেখানে ফাঁকা জায়গায় রাস্তায় সর্বত্র দাঁড়িয়ে যাচ্ছে। সরকারের কোনো দায় দায়িত্ব নেই। তাদের নেতাদের দায় নেই, অমানবিক ভাবে কথা বার্তা বলছেন।"


দিলীপ ঘোষ আরও বলেন,  "যারা এই লোহার পোস্ট দিয়েছিলেন যারা ত্রিফলা দিয়েছিলেন সেই পোস্ট গুলো আজকে যমদূত হয়ে গিয়ে আমাদের কাছে। সরকারের ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত যাতে প্রাণহানি না হয়। লোককে সতর্কও করা উচিত। সঙ্গে সঙ্গে তার রাস্তাও বের করাও উচিত যাতে এইধরনের দুর্ঘটনা না ঘটে।" তিনি বলেন, "নিউটাউন স্মার্ট সিটিতেও এখনো অনেক আবাসনে জল জমে রয়েছে।"

রিপোর্ট : সুব্রত রায়





Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages